নাটোরের লালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সুমন আলী নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় রফিকুল ইসলাম নামে আরেকজনকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।
রোববার (১৩ আগস্ট) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহীম এই আদেশ দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত দুজনকে ৩০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত। ওই জরিমানার টাকা ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে দেয়ার নির্দেশও দেয়া হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লালপুর উপজেলার পোকন্দা এলাকার ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করতো একই এলাকার সুমন। বিষয়টি তার পরিবারকে জানানো হলে ক্ষিপ্ত হয়ে ওঠে সুমন। এ ঘটনার জেরে ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি ওই ছাত্রীর বাবার অনুপস্থিতে সুমন ও তার সহযোগীরা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে স্কুলছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
অপহরণের পর ওই স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে। এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি ছাত্রীর বাবা বাদী হয়ে লালপুর থানায় চারজনকে অভিযুক্ত মামলা করেন। পরে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় সুমন আলী ও রফিকুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে আজ এ রায় দেন।