নেইমার জুনিয়রকে পাওয়ার জন্য বড় অংকের প্রস্তাব দিয়েছে আল হিলাল। যদিও টাকার অংকটা জানা যায়নি।
পিএসজিতে সময়টা খুব বেশি ভালো কাটছে না নেইমার জুনিয়রের। ইনজুরির কারণে এমনি দলে খুব বেশি দেখা যায় না তাকে। তাছাড়া দুপক্ষের সম্পর্কও খুব একটা ভালো না। এমন অবস্থায় নেইমার ও পিএসজি – দুপক্ষই চায় সম্পর্কের ইতি টানতে।
ধারণা করা হচ্ছে, এমন অবস্থায় খুব শিগগির নেইমার পিএসজি ছাড়বেন, যদিও এ ব্যাপারে এখনও কিছুই বলেননি তিনি। একাধিক প্রতিবেদন বলছে, নেইমার ও আল হিলালের মধ্যে এখন আলোচনা চলছে। শিগগিরই চুক্তির ব্যাপারে দুপক্ষ সমঝোতায় পৌঁছাতে পারে।
নেইমারকে পিএসজিতে দেখতে চান না দলটির সমর্থকরা। যে কারণে কয়েক মাস আগে তার ক্লাব ছাড়ার দাবিতে বাসার সামনে বিক্ষোভ করেছিলেন তারা। যদিও কেউ কেউ তাদের উগ্র সমর্থক বলেই অভিহিত করেছেন।
তবে নেইমারের পিএসজি ছাড়ার খবরকে ভুয়া বলছেন নেইমারের বাবা সিনিয়র নেইমার। নেইমারের বাবা তার এজেন্টও বটে। নেইমারের ক্লাব ছাড়ার কথা শুনে সংবাদমাধ্যম লেকিপকে একহাত নিয়েছেন নেইমার সিনিয়র। তিনি বলেন, ‘আমি এমন খবর নিশ্চিত করতে পারি না, যা ঘটেইনি। লেকিপ এখন লে’ফেইক।’
নেইমারের বাবা আরও বলেন, ‘এই খবরটি অন্য কোথাও থেকে এসেছে। তাদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করছি।’