বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে নিয়ে দলবদলের গুঞ্জন নতুন কিছু নয়। বেশ কয়েক বছর ধরে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে তিনি ক্লাব ছাড়বেন, ঘাঁটছড়া বাঁধবেন নতুন ঠিকানায়। কিন্তু ইয়ং নিজে বলছেন ভিন্ন কথা। মোটেই বার্সা ছাড়তে চান না, পুরো ক্যারিয়ারই এই ক্লাবে খেলতে চান তিনি।
দলবদলের গুঞ্জন উড়িয়ে দিয়ে ইয়ং বলেছেন, ‘বার্সা আমার প্রাণের ক্লাব। এখানে আমি ক্যারিয়ারের পুরোটা সময় কাটাতে চাই। গত মৌসুম ধরে আর্থিক সমস্যা থাকলেও আমি কখনই এই ক্লাব ছাড়তে চাইনি। ছোট থেকেই আমি কাতালানদের ফ্যান। এটা আমার স্বপ্নের ক্লাব।’
২০১৯ সালে আয়াক্স ছেড়ে বার্সেলোনায় যাওয়ার সময় ডি ইয়ং কেমন উচ্ছ্বসিত ছিলেন তা বার্সেলোনা ফ্যান মাত্রই জানার কথা। কাতালান ক্লাবটির সমর্থকরাও কম উচ্ছ্বসিত ছিলেন না তাকে নিয়ে। এখনও তো অনেকে ডি ইয়ংকে বার্সার প্রতিভাবান খেলোয়াড়দের একজন মনে করেন। কেউ কেউ মনে করেন, ডি ইয়ং হতে পারেন তাদের লম্বা রেসের ঘোড়া!
বার্সেলোনায় চার মৌসুম ধরে খেলছেন ডি ইয়ং। প্রতি মৌসুমেই ৪০টির বেশি করে ম্যাচ খেলছেন তিনি, এর মাধ্যমেই বোঝা যায় তার গুরুত্ব। সব মিলিয়ে কাতালানদের হয়ে এখন পর্যন্ত ১৮৩ ম্যাচ খেলেছেন তিনি, ১৫ গোলের পাশাপাশি করেছেন ২১ অ্যাসিস্ট।