Homeখেলাঅস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ভারতীয় ক্রিকেটার

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ভারতীয় ক্রিকেটার

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া তাদের ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। যেখানে আছে নতুন দুই মুখ। তারা হচ্ছেন অ্যারন হার্ডি ও তানভীর সাঙ্ঘা। হার্ডির জন্ম অস্ট্রেলিয়াতেই ফলে নতুন এই মুখকে দেখে কেউ অবাক হননি। তবে তানভীর সাঙ্ঘার নাম শুনেই তার সম্পর্কে জানতে শুরু করেছে সমর্থকরা। কে এই তানভীর সাঙ্ঘা?

যারা ক্রিকেট নিয়ে খুব একটা খবর রাখেন না তারা সাঙ্ঘার নাম না শোনারই কথা। তবে তিনি যে অতি পরিচিত মুখ তেমনটাও নয়। ২১ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ফলে যারা ক্রিকেট নিয়ে গভীর জ্ঞান রাখেন তারাই তাকে চেনেন।

সিডনিতে জন্ম নেন তানভীর সাঙ্ঘা। সেখানেই বেড়ে ওঠেন। তবে তার মা-বাবা ভারতের পাঞ্জাব প্রদেশে বসবাস করতেন এক সময়। ১৯৯০ এর দশকে অস্ট্রেলিয়া চলে আসেন তারা।

তানভীরের বয়স বর্তমানে ২১ বছর। খেলেছেন মাত্র ৫ টি লিস্ট-এ ম্যাচ। টি-টোয়েন্টি ম্যাচ বেশি খেলেছেন বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের হয়ে। ২০২০-২০২১ আসরে বিগ ব্যাশ লিগে ২১টি উইকেট সংগ্রহ করেন সাঙ্ঘা। পরের আসরে ১৬ উইকেট। তবে শেষ আসরে ইনজুরির কারণে বেশিরভাগ ম্যাচ খেলতে পারেননি।

এমন পারফরম্যান্স দেখেই তাকে সুযোগ করে দেন অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি। সাঙ্ঘাকে দলে নেয়ার পর বেইলি বলেন,  ‘তানভীরের বিগ ব্যাশ ফর্ম দারুণ ছিল, যখন সে ফিট ছিল। তো তাকে দেখে আমরা বেশ প্রভাবিত হয়েছিলাম। একটা প্রচলিত ধারণা তানভীরকে নিয়ে আছে, সে মাঠে খুবই পরিণত এবং দারুণ চিন্তা করতে পারে, যে কীভাবে সে একটা কিছু করবে।’

২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অন্যতম সেরা বোলার ছিলেন তানভীর সাঙ্ঘা। ৬ ম্যাচে ১৫ উইকেট ছিল তার সংগ্রহে। দুইবার ৪ উইকেট ও এক বার ৫ উইকেটও নিয়েছিলেন। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে টি-টোয়েন্টি দলে নেতৃত্ব দিবেন মিচেল মার্শ। তানভীর সাঙ্ঘা সেখানে সুযোগ পাবেন বলেই আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর