Homeসর্বশেষ সংবাদবীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী মেলা অনুষ্ঠিত

বীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী মেলা অনুষ্ঠিত

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন চপ্তরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী মেলা।

মঙ্গলবার (০৯ আগষ্ট) সকালে অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক পায়রা উরিয়ে আদিবাসী মেলার শুভ উদ্ধোধন করা হয়।

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে উপজেলা সিভিল অর্গানাইজেশন (সিএসও) ও বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এবং মানব কল্যাণ পরিষদ (এমকেপি) ও নেট্জ বাংলাদেশ এর সার্বিক সহায়তায় আদিবাসী মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রাজ্জাক, বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি শীতল মার্ডি, মানব কল্যাণ পরিষদের প্রোগ্রাম ডিরেক্টর রাশেদুল আলম লিটন, প্রকল্প সমন্বয়কারী মো: রহমতুল্লা।

আলোচনা শেষে প্রধান অতিথি মেলার আদিবাসীদের ঐতিহ্যবাহী নিত্য ব্যবহার্য জিনিস, গহনা, খাবার সহ বিভিন্ন সামগ্রী বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। দিনব্যাপি আয়োজন শেষে আদিবাসী শিল্পিদের মনোজ্ঞ আদিবাসী নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে মেলার কার্যক্রম শেষ হয়।

Exit mobile version