Homeআন্তর্জাতিকইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবি, ৪১ জনের মৃত্যু

ইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবি, ৪১ জনের মৃত্যু

ইতালির ল্যাম্পাডুসা দ্বীপের কাছে একটি নৌকাডুবে ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, নৌকাডুবির ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া চারজনের একটি দল উদ্ধারকারীদের জানান, তারা একটি নৌকায় করে তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা শুরু করেন। কিন্তু ইতালি যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়।

প্রতিবেদনে বলা হয়, নৌকাডুবিতে বেঁচে যাওয়া চারজন আইভরি কোস্ট এবং গিনির নাগরিক। তারা বুধবার (৯ আগস্ট) ল্যাম্পাডুসায় পৌঁছান।

সমুদ্র পাড়ি দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে চলতি বছর এ পর্যন্ত ১ হাজার ৮শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

তিউনিসিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যাম্পাডুসা থেকে প্রায় ৮০ মাইল (১৩০ কিলোমিটার) দূরে অবস্থিত একটি বন্দর শহর স্ফ্যাক্স। শহরটি ইউরোপে নিরাপত্তা ও উন্নত জীবন খোঁজা অভিবাসীদের জন্য একটি জনপ্রিয় প্রবেশদ্বার।

সাম্প্রতিক মাসগুলোতে ইতালীয় কোস্টগার্ড এবং দাতব্য গোষ্ঠীগুলো ল্যাম্পাডুসায় আগত দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে।

Exit mobile version