Homeশিক্ষাএইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আসন্ন এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিসহ চার দফা দাবি নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

সোমবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড় সড়কে অবস্থান নিয়েছেন তারা। দুপুর ১টা ২০ মিনিটের দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হন তারা।

তাদের দাবিগুলো হলো:

১. ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে।

২. পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে।

৩. ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নেয়া যাবে না।

৪. পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দিতে হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে একযোগে শুরু হয়ে চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ৮ জুন এ তারিখ নির্ধারণ ছাড়াও পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সর্বশেষ খবর