Homeসর্বশেষ সংবাদতেতুলিয়ায় শূল্ক ফাঁকি দিয়ে পাচারকালে দুই হাজার কেজি চাপাতা আটক

তেতুলিয়ায় শূল্ক ফাঁকি দিয়ে পাচারকালে দুই হাজার কেজি চাপাতা আটক

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়।।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শূল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারের সময় দুই হাজার কেজি চাপাতা আটক করেছে পুলিশ।
সোমবার (৭ আগস্ট) সকালে উপজেলার ভজনপুর বাজার সংলগ্ন মহাসড়ক থেকে চাপাতা একটি পিকআপসহ চালক আব্দুল মালেককে আটক করা হয়েছে।মালেক জগদল এলাকার নজরুল ইসলামের ছেলে। পিকআপটির নম্বর রংপুর-ন, ১১-১৬১১।
পুলিশ জানায়,সোমবার সকালে তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার সুরমা এন্ড পূর্ণিমা টি কারখানায় ৪০ বস্তা চাপাতা, একটি পিকআপে লোড হয়ে শূল্ক ফাঁকি দিয়ে পাচারের জন্য, পঞ্চগড় নিয়ে যাওয়ার সময়, খবর পেয়ে ভজনপুর বাজার সংলগ্ন এলাকায় চেকপোস্ট থেকে আটক করা হয়।
পিকআপ চালকের কথা মতে সুরমা এন্ড পূর্ণিমা টি কারখানায় চাপাতা বলে জানা গেছে।তবে কারখানার প্রোপাইটর শেখ ফরিদ বিষয়টি অস্বীকার করেছেন।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর