Homeআন্তর্জাতিকপশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ৩

পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ৩

অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরা হামাসের সদস্য বলে জানা গেছে।

রোববার (৬ আগস্ট) জেনিন শরণার্থী শিবিরের কাছে তাদের গুলি করা হয়।

আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, রোববার জেনিন শরণার্থী শিবিরের কাছে একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি বাহিনী। এতে গাড়িতে থাকা তিন ফিলিস্তিনি গুলিতে নিহত হন। স্থানীয় একটি গণমাধ্যমের দাবি, গাড়িটি লক্ষ্য করে ১০০টিরও বেশি গুলি ছোঁড়ে ইসরাইলি সেনারা।

এদিকে, তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছে ইসরাইলি বাহিনী। তাদের দাবি, ঐ ফিলিস্তিনিরা সন্ত্রাসী হামলা চালাতে যাচ্ছে বলে তাদের কাছে খবর ছিলো। এজন্য তাদেরকে নিষ্ক্রিয় করতে গুলি করা হয়। দলটি হামাস দ্বারা নিয়ন্ত্রিত বলেও দাবি করেন তারা।

এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এদিকে, হামাসের গাজা শাখার মুখপাত্র বলেছেন, তারা এ মৃত্যু বৃথা যেতে দেবে না। এর প্রতিশোধ নেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

চলতি বছরে দুই শতাধিকের বেশি ফিলিস্তিনি ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। গত কয়েক মাসে জেনিন শরণার্থী শিবিরেই বেশ কয়েকবার অভিযান চালানো হয়। দুই দশকের মধ্যে সবচেয়ে বড় অভিযান গত জুন মাসে চালানো হয়। এতে একদিনেই ১২ ফিলিস্তিনি নিহত হন।

Exit mobile version