রবিউল ইসলাম, লক্ষ্মীপুর প্রতিনিধি।।
জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চায় লক্ষীপরের যুবলীগ। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার জন্য তারা তাকে দায়ি করেছেন। এজন্য চারটি দাবিতে শুক্রবার দুপুরে মানববন্ধন করেছে লক্ষীপুর জেলা যুবলীগ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুইয়া। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নেতাকর্মীদের নিয়ে শহরের ইলিশ চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীদের নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আরও পড়ুন
- রাইফেলের গুলিতে পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল আত্মহত্যা
এতে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি ছাড়াও বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর, ২১ আগস্ট হত্যাকান্ডের মাস্টার মাইন্ড ও পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা এবং কানাডা ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠন আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুবলীগ নেতা জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, গোফরান বাবু, দিপু মাহমুদ, দিদার মোল্লা প্রমুখ।