বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল করীমকে সভাপতি এবং ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যায় ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়। কমিটি অনুমোদনের বিষয়টি বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজ হতে প্রকাশ করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোখলেসুর রহমান, কোষাধ্যক্ষ হিসেবে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহ. মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক হিসেবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক, সাংগঠনিক সম্পাদক হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক হিসেবে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী মনোনীত হয়েছেন।
এছাড়া সদস্য হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রশীদ, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ফয়সল আহম্মদ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. সালমা আখতার, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিম, গণিত বিভাগে অধ্যাপক ড. মো. আমিনুল হক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শারিয়ার, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুর মোহাম্মদ মজুমদার, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম, অর্থনীতি অধ্যাপক ড. মো. মাসুদ আলম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক সৈয়দা সুলতানা পারভীন, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. বশিরুল হক, অর্থনীতি বিভাগের অধ্যাপক সাবিহা আফরিন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. মতিয়ার রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাঈফ আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তৌফিক মাহমুদ হাসান, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল হায়দার ও ব্যবসায় প্রশাসনের সহযোগী অধ্যাপক সোবহানা তানজিমা আতিক মনোনীত হয়েছেন।
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মতাদর্শী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। এটি ২০১২ সাল থেকে পথচলা শুরু করে।