কর্মসূচিতে বাধা, হামলা, মামলা ও নির্যাতনের অভিযোগ এনে এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।
সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের আয়োজন করেছে দলটি। বেলা ৩টায় শুরু হবে সমাবেশ। এরইমধ্যে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া ঢাকার বাইরে মহানগর ও জেলা সদরেও বিক্ষোভ সমাবেশ করছে দলটি।
সকালে পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়। বর্তমান সরকারের পদত্যাগসহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন ব্ক্তারা। সেইসঙ্গে গত শনিবার (২৯ জুলাই) ঢাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ করছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো।
সরকার পতনের এক দফা দাবিতে গত শনিবার ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এই কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুরসহ আগুন দেয়া হয় গণপরিবহনে। আটক করা হয় বিএনপির ৭ শতাধিক নেতাকর্মীকে। এ ঘটনায় এখন পর্যন্ত এক ডজনেরও বেশি মামলা হয়েছে।