Homeখেলাবার্সার বিপক্ষে হেরেও সন্তুষ্ট রিয়াল কোচ আনচেলত্তি

বার্সার বিপক্ষে হেরেও সন্তুষ্ট রিয়াল কোচ আনচেলত্তি

একে একে পাঁচটি শট গিয়ে লাগল গোলপোস্টে। তাতে ভক্তদের সঙ্গে দলরেও হতাশ হওয়ার কথা, বাস্তবে তাই হয়েছে। তবে দলের সার্বিক পারফরম্যান্সে সন্তুষ্ট রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

শনিবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের আরলিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। প্রথমার্ধে ওসমান দেম্বেলের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ফেরমিন লোপেজ মার্টিন ও ফেরান তোরেস বাকি দুই গোল করেন। রিয়ালের হয়ে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন ভিনিসিউস জুনিয়র।

শুধু তাই নয়, রিয়ালের গোলমুখে নেয়া মোট পাঁচটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে। সেগুলো কাজে লাগাতে পারলে ফল ভিন্ন কিছু হতে পারত। এ বিষয়ে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘ম্যাচটিতে পাঁচটি সুযোগ গোলপোস্টে লেগে ব্যর্থ হয়েছে। এটি বিরল ঘটনার মধ্যে পড়ে। মনে হয়েছে, কোনো দেয়াল তৈরি হয়েছিল, তাতে লেগে বল বারবার ফিরে আসছিল। তবে দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’

আনচেলত্তি আরও বলেন, ‘এই দলে অনেক তরুণ খেলেছে। তাদের একটু পরীক্ষা করে নিতে চেয়েছিলাম। ভালোই খেলেছে সকলে। এভাবে এগিয়ে যেতে পারলে ভালো কিছু সম্ভব। আমরা কোনো স্ট্রাইকার ছাড়াই অসাধারণ খেলেছি। এই দলের দারুণ ভবিষ্যত রয়েছে।’

Exit mobile version