Homeসর্বশেষ সংবাদসকলের সম্মিলিত প্রচেষ্টায় লক্ষ্মীপুর জেলাকে এগিয়ে নিতে চাই

সকলের সম্মিলিত প্রচেষ্টায় লক্ষ্মীপুর জেলাকে এগিয়ে নিতে চাই

মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেছেন, জেলা প্রশাসকের একার পক্ষে সম্ভব হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় লক্ষ্মীপুরকে এগিয়ে নিতে চাই।

জেলায় অনেক সমস্যা ও সম্ভাবনা আছে সেই গুলো নিতে কাজ করতে চাই। আশা করি সকলের আন্তরিকতা সহযোগীতা পেলে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

তাই সকলে এক সাথে মিলিত হয়ে কাজ করি। তিনি ৩০ জুলাই (রোববার) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার সকল পর্যায়ে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি ও অন্যান্য সকল গন্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিয়াংকা দত্ত, সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, উপজেলা ভাইস চেয়ারম্যান রহমত উল্যা বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড: মো: হাসান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Exit mobile version