Homeরাজনীতিবায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি মেলেনি যুবলীগের

বায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি মেলেনি যুবলীগের

বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের (যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ) শান্তি সমাবেশ অনুমতি মেলেনি। অনুমতি না পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিমনেশিয়াম (ব্যায়ামারগার) মাঠে অথবা মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করতে চায় আওয়ামী লীগ।

বুধবার (২৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে সমাবেশের জন্য অনুমতি চাইলে অনুমতি দেয়নি ডিএমপি।

এরপর বিকল্প ভেন্যু হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিমনেশিয়াম (ব্যায়ামারগার) মাঠ অথবা মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করার অনুমতি চেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এদিকে ২৭ জুলাই বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমাবেশ নিয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, অতীতে যখনই বিএনপি সমাবেশ করেছে তখন সাধারণ মানুষের সহায়-সম্পত্তি, পুলিশ, পথচারীর ওপর হামলা পরিচালনা করেছে, গাড়ি ভাঙচুর করেছে, আগুন দিয়েছে।

তিনি বলেন, সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব মানুষের পাশে থাকা। সে দায়িত্ববোধ থেকেই ২৭ জুলাই যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সম্মিলিতভাবে সমাবেশের ডাক দিয়েছে।

অপরদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, সংঘাতমূলক পরিস্থিতির জন্যই একইদিন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ সমাবেশের ডাক দিয়েছে।

সর্বশেষ খবর