Homeসর্বশেষ সংবাদরাজবাড়ীতে বালুবাহী বাল্কহেডসহ ১২ জন চালককে আটক করেছে নৌপুলিশ

রাজবাড়ীতে বালুবাহী বাল্কহেডসহ ১২ জন চালককে আটক করেছে নৌপুলিশ

মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রতিনিধি||
রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদী থেকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে  ১২টি বালুবাহী বাল্কহেড জব্দ করেছে নৌপুলিশ।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে বাল্কহেডগুলো জব্দ করে ১ নম্বর ফেরিঘাটে নোঙর করে রাখা হয়।
জব্দ করা বাল্কহেডগুলো হলো-সাব্বির হোসেন, এস এম আদি, এমভি সূর্যনগর, ইয়া গাউস, এস এম আদর, এম বি ভাই বোন, মক্কা মদিনা, মক্কা মদিনা ০২, ফি আমানিল্লাহ্, ভূইয়া পরিবহন, আল্লাহ মহান, মাসুদ ০২।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির বলেন, পদ্মা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও নদীতে বাল্কহেড দিয়ে বালু পরিবহনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করায় দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে বাল্কহেডগুলো জব্দ ও ১২ জন চালককে (সুকানি) আটক করি।
তিনি আরও বলেন, আজ বুধবার জব্দকৃত বাল্কহেড ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Exit mobile version