Homeসর্বশেষ সংবাদরাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মিঠুন গোস্বামী, রাজবাড়ী।।
রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার অপরাধে আলম শেখ (৫০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থ দণ্ড দেওয়া হয়েছে। এ মামলা থেকে অপর দুই আসামি কে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে জেলা ও দায়রা জজ মোছা. জাকিয়া পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আলম শেখ আদালতে হাজির ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আলম শেখ রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের চাঁদমৃগী গ্রামের মৃত করিম শেখের ছেলে।
খালাসপ্রাপ্তরা হলেন- চাঁদমৃগী গ্রামের আফছার শেখের ছেলে জিয়াউর রহমান ও একই গ্রামের আনছার মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা মধু।
আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০১৩ সালের ২৩ মে দিবাগত রাতে নিজ ঘরের মধ্যে স্ত্রী সুফিয়া বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে শিশু সন্তান ছাব্বিরকে নিয়ে পালিয়ে যান আলম শেখ। এ ঘটনায় পরদিন সুফিয়ার ভাই আব্দুল হামিদ মণ্ডল বাদী হয়ে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, ‘স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় আদালতের বিচারক দীর্ঘ শুনানি শেষে স্বামী আলম শেখকে ফাঁসির আদেশ দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি।’
এ হত্যাকাণ্ডে জড়িত না থাকায় মামলার অপর দুই আসামি জিয়াউর রহমান ও সিদ্দিক মোল্লা মধুকে খালাস দিয়েছেন আদালত।
Exit mobile version