Homeঅর্থনীতিপ্রিমিয়াম সাবস্ক্রিপশন ফি বাড়ালো স্পটিফাই

প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফি বাড়ালো স্পটিফাই

এক দশকের মধ্যে প্রথমবারের মতো নিজেদের বিজ্ঞাপনমুক্ত প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছে অডিও স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাই।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অডিও স্ট্রিমিং প্লাটফর্ম হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয় স্পটিফাই তাদের ২০০ মিলিয়ন প্রিমিয়াম ব্যবহারকারীর জন্য বিজ্ঞাপনমুক্ত পরিষেবার ফি বাড়িয়েছে।

আগে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন গ্রাহক সাবস্ক্রিপশন পরিষেবার জন্য ৯ দশমিক ৯৯ ডলার খরচ করতেন। ফি বাড়ায় এখন তাকে গুণতে হবে ১০ দশমিক ৯৯ ডলার। যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ ৪৯টি দেশে এই ফি বাড়িয়েছে অডিও স্ট্রিমিং প্লাটফর্মটি।

মার্কিন যুক্তরাষ্ট্রে স্পটিফাইয়ের প্রিমিয়াম ডুও প্ল্যান পরিষেবার ফি ১২ দশমিক ৯৯ ডলার থেকে বেড়ে হচ্ছে ১৪ দশমিক ৯৯ ডলার, ফ্যামিলি প্ল্যান পরিষেবার ফি ১৫ দশমিক ৯৯ ডলার থেকে বেড়ে হচ্ছে ১৬ দশমিক ৯৯ ডলার এবং স্টুডেন্ট প্ল্যান পরিষেবার ফি ৪ দশমিক ৯৯ ডলার থেকে হচ্ছে ৫ দশমিক ৯৯ ডলার।

এদিকে যুক্তরাজ্যের একজন প্রিমিয়াম গ্রাহককে ব্যক্তিগত সাবস্ক্রিপশন পরিষেবায় প্রতিমাসে অতিরিক্ত ১ পাউন্ড গুণতে হবে বলে জানিয়েছে দ্য ভার্জ।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিগত কয়েকমাস ধরে ব্যয় কমিয়ে মুনাফা বাড়াতে শত শত কর্মী ছাঁটাই থেকে শুরু করে কোম্পানির পডকাস্ট ইউনিট ঢেলে সাজানোর মতো সিদ্ধান্ত নিয়েছে স্পটিফাই। এতে তাদের বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হয়েছে।

তাছাড়া তারা এমন সময়ে ফি বাড়িয়েছে যখন বিশ্বের অন্যান্য জনপ্রিয় অডিও এবং ভিডিও স্ট্রিমিং পরিষেবা নিজেদের লাভজনক হিসেবে ধরে রাখতে হিমশিম খাচ্ছে। এদিকে চলতি বছর অ্যাপল, অ্যামাজনডটকম এবং টিডালও তাদের পরিষেবার দাম বাড়িয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে ইউটিউব তাদের মাসিক ও বার্ষিক প্রিমিয়াম পরিষেবাগুলোর দাম বাড়িয়ে দিয়েছে।

বিবিসি জানিয়েছে, সম্প্রতি অ্যাপল মিউজিক, নেটফ্লিক্স, ম্যাক্স এবং পারামাউন্ট প্লাসের সাবস্ক্রিপশন ফিও বাড়ানো হয়েছে। স্পটিফাইয়ের নতুন প্রিমিয়াম ফি কোম্পাটির বাজার প্রতিদ্বন্দ্বী অ্যাপল মিউজিক এবং অ্যামাজন মিউজিকের মাসিক পরিষেবার সঙ্গে মিলিয়ে নির্ধারণ করা হয়েছে।

এবিষয়ে সোমবার (২৪ জুলাই) মিউজিক স্ট্রিমিং প্লাটফর্মটি জানিয়েছে, আমরা বিশ্বের বিভিন্ন বাজারে আমাদের প্রিমিয়াম পরিষেবার মূল্য বাড়াচ্ছি। যাতে আমরা গ্রাহকদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসতে পারি। এতে আমরা প্লাটফর্মটিতে আমাদের ভক্ত ও শিল্পীদের মানসম্পন্ন পরিষেবা দিতে পারব।

প্লাটফর্মটি জানিয়েছে, নতুন এই পরিষেবা ফি কার্যকর হওয়ার আগে ব্যবহারকারীদের এক মাসের গ্রেস পিরিয়ড দেয়া হবে, যদি না তারা গ্রেস পিরিয়ড শেষ হওয়ার আগে আনসাস্ক্রাইব করেন।

এর আগে ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ফ্যামিলি প্ল্যান পরিষেবার ফি বাড়িয়েছিল কোম্পানিটি। সে সময়ে যুক্তরাজ্যের বাজারে স্টুডেন্ট, ডুও এবং ফ্যামিলি প্ল্যান পরিষেবার ফিও বাড়ানো হয়। কিন্তু তখন ব্যক্তিগত সাবস্ক্রিপশন ফি বাড়ানো হয়নি। এবারই প্রথম এই ফি বাড়ানো হয়েছে।

তাছাড়া স্পটিফাই তাদের ফ্রি পরিষেবাটিও চালিয়ে যাবে। কিন্তু সেটি বিজ্ঞাপনমুক্ত নয়।

বর্তমানে সারা বিশ্বের ১৮০টিও বেশি বাজারে স্পটিফাইয়ের ৫১৫ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে। যা প্রায় ৪০ শতাংশই হচ্ছে প্রিমিয়াম সাস্ক্রাইবার।

সর্বশেষ খবর