আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন লিওনেল মেসি। কিন্তু ক্লাব ফুটবলে পিএসজি অধ্যায়ে তাকে অধিনায়ক হিসেবে দেখা যায়নি। তবে মার্কিন মুলুকে গিয়ে এবার অধিনায়ক হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী তারকা। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির অধিনায়ক করা হচ্ছে এলএমটেনকে।
বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৫টায় লিগ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। ম্যাচটিতে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। বিষয়টি জানিয়েছেন ক্লাবটির কোচ টাটা মার্টিনো।
এর আগে গত ২২ জুলাই লিগ কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। ম্যাচটিতে ২-১ গোলে জয় পায় মায়ামি। যেখানে অভিষেক ম্যাচেই গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন তারকা।
ম্যাচটিতে ৫৪ মিনিটে বেঞ্জামিন ক্রেমাসচির পরিবর্তে মাঠে নেমেছিলেন মেসি। তবে এবার আটলান্টার বিপক্ষে ম্যাচের পুরো সময়ে মাঠে মেসিকে দেখা যেতে পারে। যেখানে অধিনায়কের ব্যান্ড মেসির হাতে ওঠার অপেক্ষায়। ক্লাবটির আগের অধিনায়ক ছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্রেগোর। তিনি পায়ের ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে রয়েছেন। ফলে মেসির অধিনায়ক হতে কোনো বাধা নেই।