আগামী মৌসুমে আল নাসরের হয়ে সবগুলো শিরোপাই জিততে চান ক্রিস্টিয়ানো রোনালদো। কাজটা কঠিন হলেও, পর্তুগীজ তারকাকে আস্থা জোগাচ্ছে নতুন কোচ এবং ক্লাবের নতুন সাইনিংরা। সৌদি ক্লাবের হয়ে প্রথমবারের মতো জাপানে প্রি-সিজন ট্যুরে গিয়ে এমনটাই জানিয়েছেন রোনালদো। এশিয়ার দেশটিতে পিএসজি ও ইন্টার মিলানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আল নাসর।
বেশ ঢাকঢোল পিটিয়ে গত বছর রোনালদোকে দলে ভিড়িয়েছিলো সৌদি ক্লাব আল নাসর। নিজেদের ফুটবলের ব্র্যান্ডিংয়ের পাশাপাশি লক্ষ্য ছিলো ঘরোয়া লিগে আধিপত্য বাড়ানো। ব্র্যান্ডিংটা ঠিকঠাক হলেও, মাঠের ফুটবলে দলের প্রত্যাশা মেটাতে ব্যর্থ রোনালদো। পর্তুগীজ তারকাকে স্কোয়াডে ভেড়ানোর আগ পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল নাসর, মৌসুম শেষ করে দ্বিতীয় স্থানে থেকে। নিজের অভিষেক মৌসুমে ক্লাবের হয়ে ট্রফিলেস মৌসুম শেষ করেন সিআর সেভেন।
পেশাদার ক্যারিয়ারে ১১শ ম্যাচ খেলা রোনালদো ৩২টি শিরোপা জিতেছেন ক্লাব ও দেশের হয়ে। তবে চতুর্থবারের মতো শিরোপাহীন মৌসুম কাটানোর পর, নড়েচড়ে বসেছেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার। সামনের মৌসুমে, আল নাসরের হয়ে সম্ভাব্য চারটি শিরোপাই জিততে চান তিনি। কাজটা কঠিন হলেও, নতুন কোচ আর ক্লাবের নতুন সাইনিং আশা দেখাচ্ছে তাকে।
ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, ‘এ বছরে আমাদের সামনে অনেকগুলো শিরোপা জেতার সুযোগ আছে। আমি আশা করছি, সবগুলোই জিততে পারব। আমরা জানি কাজটা খুবই কঠিন হবে। তবে এটাও জানি, আমাদের খুব ভালো একটা দল রয়েছে। নতুন কোচ এসেছেন, বেশকিছু নতুন ফুটবলারও নাম লিখিয়েছেন। আশা করছি বেশকিছু শিরোপা জিততে পারবো। এখন দেখা যাক কি ঘটে সামনে।’
নতুন ক্লাবের সঙ্গে এই মুহুর্তে জাপানে অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রি-সিজন ট্যুরের অংশ হিসেবে সেখানে দুটি ম্যাচে অংশ নেবে আল নাসর। একটিতে প্রতিপক্ষে ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি, অন্যটিতে চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ ইন্টার মিলান। ম্যাচের পাশাপাশি, এশিয়ান ফুটবলপ্রেমীদের জন্য আরো বেশকিছু ইভেন্টে অংশ নেবেন রোনালদোরা।
সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার বলেন, ‘এখানে এসে খুব খুশী আমরা। আল নাসরের জন্য এটাই প্রথম জাপান সফর। আমাদের সামনে দুটি ভালো ম্যাচ অপেক্ষা করছে। আমরা উচ্ছ্বসিত। বর্তমানে আমাদের দলটা দারুণ এবং আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি এশিয়া বা জাপানের মানুষরা ফুটবলকে প্রচন্ড ভালোবাসে। তাই এখানে ভালো একটা ম্যাচ উপহার দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবো আমরা। আমার ধারণা, দুটি ম্যাচই তা আমরা করতে পারবো।’
আগামী ২৫ জুলাই প্রথম ম্যাচে পিএসজি এবং ২৭ জুলাই দ্বিতীয় ম্যাচে ইন্টার মিলানের মুখোমুখি হবে রোনালদোর দল।