মুন্সীগঞ্জের লৌহজংয়ে জঙ্গিদের এক আস্তানায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় সেখান থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই ও নগদ অর্থ জব্দ করা হয়।
সোমবার (২৪ জুলাই) ভোররাত ৩টায় উপজেলার বড় নওপাড়া গ্রামের একটি বাড়ি ঘেরাও করে অভিযান চালায় র্যাব।
র্যাব জানায়, দিন তিনেক আগে আনোয়ারা বেগম নামে এক বাড়ি মালিকের একতলা ভবনের দুই রুম ভাড়া নেয় হাসান নামে এক লোক। সেখানেই গড়ে তোলা হয় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আস্তানা।
নতুন এ জঙ্গি সংগঠনটির আমির মো. আনিসুর রহমানসহ তিন সদস্য বেশকিছু উগ্রবাদী বই ও গোলাবারুদ নিয়ে সেখানে আশ্রয় নেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, এ বিষয়ে সোমবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
বাড়িটির মালিক আনোয়ারা বেগম জানান, গত তিনদিন আগে তার একতলা ভবনের দুই রুম ভাড়া নেয় হাসান নামে এক লোক। তারা এক পরিবারের পরিচয় দিয়ে তিন পুরুষ সদস্য উঠেন এবং পরিবারের নারী সদস্যরা পরে আসবেন বলে জানান। এক হাজার টাকা বিদ্যুৎ বিলসহ ভাড়া নির্ধারণ হয় ৫ হাজার টাকা। তাদের ন্যাশনাল আইডি কার্ড দুদিন পরে দেয়ার কথা ছিল। তার স্বামী বদিউর রহমান মারা গেছেন এবং ছেলেরা ভিন্ন জায়গায় বসবাস করায় বাড়িটি তিনিই দেখভাল করেন।
আনোয়ারা বেগম আরও জানান, ভাড়া দেয়া ওই রুমে এখনো তাদের লেপতোষক রয়েছে। র্যাবের তল্লাশির পর সেই অবস্থায় রাখা হয়েছে।