প্রথমার্ধের খেলা দেখে যে কারো মনে হতে পারে, রিয়াল মাদ্রিদের কপালে খারাপ কিছু ঘটতে চলেছে। কিন্তু বাস্তবে তার উল্টো ঘটনা ঘটেছে। এসি মিলানের বিপক্ষে ২ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
সোমবার (২৪ জুলাই) সকাল ৮টায় ক্লাব প্রীতি ম্যাচে মাঠে নামে রিয়াল মাদ্রিদ ও এসি মিলান। ম্যাচটিতে রিয়াল ৩-২ গোলে জয় পেয়েছে। দলটির হয়ে জোড়া গোল করেন ফেদেরিকো ভালভার্দে। আর শেষদিকে গোল করে জয় নিশ্চিত করেন ব্রাজিল তারকা ভিনিসিউস জুনিয়র।
মিলানের হয়ে গোল করেছেন ফিকায়ো টোমোরি ও লুকা রোমেরো। খেলার প্রথমার্ধে রিয়ালকে ২-০ গোলে ব্যাকফুটে রাখে ইতালিয়ান ক্লাবটি। এরপরে অনেকে মনে করেছিলেন দিনটি রিয়ালের নয়। দলের গোল হজমের চিত্র ডাগআউটে বসে দেখছিলেন ভিনিসিউস-লুকা মদ্রিচরা। এ দিন শুরুর একাদশে তাদেরকে রাখেননি কোচ আনচেলত্তি।
ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোল হজম করে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ান পুলসিকের দুর্দান্ত ক্রস থেকে হেডের মাধ্যমে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার ফিকায়ো। এর ২ মিনিট পরে আবারও গোলের সুযোগ পেয়েছিল মিলান। কিন্তু সেটি কাজে লাগাতে ব্যর্থ হন জুনিয়র মেসিয়াস। তবে ৪২ মিনিটে মিলানের হয়ে সফল গোল করেন রোমেরো। তাতে প্রথমার্ধেই দলটি ২-০ গোলে এগিয়ে যায়।
খেলার দ্বিতীয়ার্ধে ৫৭ ও ৫৯ মিনিটে প্রেক্ষাপট পাল্টে দেন রিয়াল মিডফিল্ডার ভালভার্দে। ২-২ গোলের সমতায় ফেরে খেলা। এরপরে মিলানের কপালে হতাশার চিহ্ন এঁকে দেন ব্রাজিল তারকা। ৮৪ মিনিটে লস ব্ল্যাঙ্কোস শিবিরে জয়ের উদযাপন এনে দেন ভিনিসিউস। মদ্রিচের সহায়তায় ডান পায়ের শট থেকে দলের তৃতীয় গোল করেন ব্রাজিলের তারকা উইঙ্গার। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।