ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক ম্যাচেই গোল দিয়ে রাঙিয়েছেন লিওনেল মেসি। সেইসঙ্গে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন তিনি। বিষয়টিকে সিনেমার সঙ্গে তুলনা করেছেন দলটির কোচ জেরার্দো টাটা মার্টিনো।
শনিবার (২২ জুলাই) ভোর ৬টায় লিগ কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মাঠে নামে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। ম্যাচটিতে ২-১ গোলে জয় পায় মায়ামি। দলটির হয়ে গোল করেন রবার্ট টেইলর ও মেসি। ক্রুজ আজুলের হয়ে গোল করেন উরিয়েল আন্টুনা।
ম্যাচ শেষে মায়ামি কোচ টাটা মার্টিনো বলেন, ‘মনে হলো, এটি একটি সিনেমা। যে সিনেমাটি এর আগেও দেখেছি। এটি মেসির জন্য খুবই সাধারণ একটি ঘটনা। তবে অন্যদের জন্য অসাধারণ। আর এ কারণেই তাকে আমরা সর্বকালের সেরা বলি।’
মেসির সঙ্গে মার্টিনোর সাক্ষাৎ এই প্রথম নয়। এর আগে বার্সেলোনায় ২০১৩-১৪ মৌসুমে মেসিদের কোচিং করিয়েছেন তিনি। এছাড়া ২০১৪ থেকে ২০১৬ সালে আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্বেও ছিলেন মার্টিনো।
এ দিকে মায়ামিতে অভিষেকের পরে মেসিকে মঙ্গলবার (২৫ জুলাই) দ্বিতীয়বারের মতো মাঠে দেখা যেতে পারে। যেখানে লিগ কাপের গ্রুপ পর্বে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে লড়বে ইন্টার মায়ামি।