আফগানিস্তানের মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ২৬ জন নিহত এবং আরও ৪০ জন নিখোঁজ রয়েছে। রোববার (২৩ জুলাই) তালেবান সরকারের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর এপির।
এক বিবৃতিতে সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, মেইদন ওয়ারদাক প্রদেশের দুর্যোগকবলিত জালরেজ জেলায় জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, ‘খুব দুঃখের সাথে আমরা খবর পেয়েছি যে আমাদের ২৬ জন নিহত হয়েছেন এবং আরও ৪০ জন নিখোঁজ রয়েছেন।’
মেইদন ওয়ারদাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমি বলেন, শুক্রবার থেকে বন্যায় দেশব্যাপী মোট ৩১ জন নিহত হয়েছে।
এক সংবাদ সম্মেলনে রহিমি বলেন, শুক্রবার থেকে টানা বৃষ্টিতে জালরেজে ৬০৪টি বাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত একর কৃষি জমি তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, গত চার মাসে দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ-সংক্রান্ত ঘটনায় ২১৪ জন নিহত হয়েছেন।
এদিকে বন্যার কারণে রাজধানী কাবুল ও মধ্য বামিয়ান প্রদেশের সংযোগকারী মহাসড়ক পানির নিচে রয়েছে। এতে সড়ক পথে রাজধানীর সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।
আফগানিস্তান শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত। তবে বর্ষা মৌসুমে হঠাৎ ভারী বৃষ্টি হলে বন্যা দেখা দেয়।