মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১১ জনই বেসামরিক লোক, আর তিনজন প্রতিরোধ বাহনীর যোদ্ধা। দেশটির সাগাইং অঞ্চলে এ হত্যাকাণ্ড ঘটে।
শনিবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতি।
স্থানীয়রা জানান, গত শুক্রবার (২১ জুলাই) মিয়ানমারের জান্তা সেনারা সাগাইং অঞ্চলের ইয়ানমাবিন শহরের একটি গ্রামে ১১ জন বেসামরিক নাগরিক এবং তিনজন প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করেছে।
ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ানমাবিন শহরে অবস্থানরত মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যরা শনিবার ভোর হওয়ার আগেই সোনেচৌং নামে একটি গ্রামে অভিযান চালায় এবং তিনজনের শিরশ্ছেদ করে। নিহত এ তিনজনই বো তুন তাউক পিপলস ডিফেন্স ফোর্সের সদস্য এবং তারা ওই গ্রামে পাহারা দিচ্ছিলেন।
এরপর তারা আরও ১১ গ্রামবাসীকে হত্যা করে বলে জানিয়েছে বো তুন তাউক পিপলস ডিফেন্স গ্রুপটি।
এক গ্রামবাসী বলেছেন, ‘প্রথমে আমরা গ্রামের কেন্দ্রে তিনজন যোদ্ধার মৃতদেহ পেয়েছি। আর জান্তা সৈন্যদের হাতে নিহত বাকিদের লাশ চারদিকে ছড়িয়ে ছিল। কয়েকজনকে নির্যাতনও করা হয়েছে।’
এছাড়া, ওই গ্রামে অভিযানের পর অন্য গ্রামবাসীদের তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
ইরাবতি আরও জানিয়েছে, নিহতদের শেষকৃত্য সম্পন্ন করার পর ১৪টি মরদেহ একসঙ্গে দাহ করা হয়েছে।