Homeখেলাভারতীয়দের ‘বাজে’ আচরণ, দ্রুত স্থান ছাড়েন মেয়েরা

ভারতীয়দের ‘বাজে’ আচরণ, দ্রুত স্থান ছাড়েন মেয়েরা

আউটের সিদ্ধান্ত মানতে না পেরে স্টাম্প ভাঙেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কাউর। ম্যাচ শেষে আবার তিনিই আম্পায়ারিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন।

এমনকি প্রেজেন্টেশনের সময় তাদের কথা-বার্তা ক্রিকেটীয় আচরণবিধি সুলভ ছিল না। যে কারণে প্রেজেন্টেশন কোন রকম শেষ হতেই দল নিয়ে চলে আসেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেছেন নিগান। জানিয়েছেন, সেখানে কিছু কথা হচ্ছিল। সেটা তার ভালো লাগেনি। যে কারণ দল নিয়ে সেখানে থাকা উচিত মনে হয়নি তার।

প্রশ্নের জবাবে নিগার বলেন, ‘প্লেয়ার হিসেবে (ভারতীয় অধিনায়ক) আরেকটু ম্যানার ওয়েতে কথা বলতে পারতেন। তিনি যেটা বলেছেন ওটা ওর ব্যাপার। সব সময় তো সবকিছু বলা যায় না। যা হয়েছে, আমার মনে হয়নি ওখানে থাকা উচিত সেজন্য চলে আসছি।’

বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার বলেন, ‘কিছু কথা হচ্ছিল। যে কারণে ওখানে থাকা উচিত মনে হয়নি। ক্রিকেট তো ডিসিপ্লিনের জায়গা। এটা জেন্টেলম্যানের খেলা। ওখানে ওই পরিবেশ ছিল না। আর আমার মনে হয় আম্পায়ারিং ভালো হয়েছে। ওয়ান অফ দ্য বেস্ট আম্পায়ার দেওয়া হয়েছে। আমরা তো (সিদ্ধান্ত নিয়ে) ওমন করিনি।’

সর্বশেষ খবর