Homeখেলানেইমারকে দলে ভেড়াতে চায় চেলসি

নেইমারকে দলে ভেড়াতে চায় চেলসি

প্যারিস ছাড়তে চান নেইমার জুনিয়র, তাকে ছাড়তে চায় পিএসজি। সে সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিলিয়ান তারকাকে এ গ্রীষ্মের দল বদলেই নিজেদের শিবিরে ভেড়াতে চায় ইংলিশ ক্লাব চেলসি।

ফরাসি সংবাদমাধ্যম ‘লা প্যারিসিয়ানের’ দাবি, নেইমার যদি পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে তাকে দলে ভেড়াতে চায় চেলসি।

গত ফেব্রুয়ারিতে চোটে পড়ার পর থেকে মাঠের বাইরে নেইমার। মার্চে অস্ত্রোপচারের পর থেকে চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। ইতোমধ্যে যোগ দিয়েছেন দলের অনুশীলনেও। কিন্তু এখনো ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠেছেন কিনা সেটা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। ২০১৭ সালে বার্সেলোনা থেকে তাকে দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা।

কিন্তু এখন পর্যন্ত তার থেকে আশানুরূপ ফল পায়নি দল। তার ওপর ঘনঘন ইনজুরিতে পড়ায় ব্রাজিলিয়ান তারকা থেকে নিয়মিত সার্ভিসও পাচ্ছে না ফরাসি ক্লাবটি। তার প্রতি একপ্রকার বিরক্ত ক্লাবটি। তাই নেইমারকে ছাঁটাই করতে চায় পিএসজি। এদিকে সম্প্রতি প্যারিসিয়ান সমর্থকদের দুয়োধ্বনিতেও বিরক্ত ৩১ বছর বয়সী এ ফরোয়ার্ড। তিনিও থাকতে চান না প্যারিসে। পাড়ি জমাতে চান পুরনো ক্লাব বার্সেলোনায়। এমনটাই দাবি ‘লা প্যারিসিয়ানের’।

তবে তাকে পেতে আগ্রহ দেখিয়েছে চেলসি। ইংলিশ ক্লাবটি খুব বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। গত মৌসুম শেষ করেছে পয়েন্ট টেবিলের ১২তম স্থানে থেকে। এর মধ্যে হারিয়েছে একাধিক তারকা ফুটবলারকে। তাই যেকোনো মূল্যে নেইমারকে দলে ভিড়িয়ে শক্তি বাড়াতে চায় তারা। তবে তাকে পাওয়াটা এত সহজ হবে না চেলসির জন্য।

পিএসজির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে ব্রাজিলিয়ান তারকার। তাকে পেতে হলে মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হবে চেলসিকে। অবশ্য ‘লা প্যারিসিয়ান’ বলছে ৩১ বছর বয়সী এ ফরোয়ার্ডকে পেতে মোটা অঙ্কের অর্থ খরচ করতেও প্রস্তুত ব্লুজরা। তাকে দলে ভেড়াতে বড় ভূমিকা রাখতে পারেন চেলসির নতুন কোচ মাউরিসিও পচেত্তিনো। যার অধীনে পিএসজিতে প্রায় দেড় বছর খেলেছেন তিনি।

সর্বশেষ খবর