Homeখেলামেসি যোগ দেয়ায় দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে

মেসি যোগ দেয়ায় দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে

লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেয়ায় বদলে যাবে যুক্তরাষ্ট্রের ফুটবল। এমনটাই মনে করেন নর্থ আমেরিকা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ভিক্টর মোন্টাগ্লিনি। আর বিশ্বসেরা ফুটবলারকে পেয়ে দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে বলে প্রত্যাশা মিয়ামি কোচ টাটা মার্তিনোর।

কেউ বলেছিলো বার্সেলোনায় যাবে মেসি কেউ বা আবার বলেছিলো সৌদি ক্লাবগুলোতে নাম লেখাবেন লিও। তবে, সব গুঞ্জনে পানি ঢেলে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। যুক্তরাষ্ট্রের ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও সম্পন্ন করে ফেলেছেন লিওনেল মেসি।

ফুটবলের খুদে জাদুকর ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার পর থেকে আনন্দের জোয়ার বইছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ক্লাব কর্তারাও বেজায় খুশি। ১০ বছর চেষ্টার পর মেসিকে দলে ভিড়িয়ে স্বপ্নপূরণ করেছেন ক্লাবটির মালিক ডেভিড বেকহ্যাম। আর সাত বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে দলে পেয়ে খুশি কোচ টাটা মার্তিনো। লক্ষ্য এবার দলের সঙ্গে মেসিকে মানিয়ে নেবার।

ইন্টার মিয়ামি কোচ টাটা মার্তিনো বলেন, ‘প্রথমত আমরা অনেক খুশি লিওনেল মেসির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করতে পেরে। তবে আমরা চেয়েছিলাম তার প্রেজেন্টেশনের দিনে তাকে একটা জয় উপহার দিতে। কিন্তু আমরা তা করতে পারছি না। এখন ভবিষ্যৎ নিয়ে ভাবছি। বিশ্বসেরা একজন ফুটবলার দলে থাকা মানে দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাওয়া। এখন লক্ষ্য তাকে ভালোভাবে প্রস্তুত করে সঠিক সময়ে ব্যবহার করা।

লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেয়ায় উচ্ছ্বসিত নর্থ আমেরিকা ফুটবল অ্যাসোসিয়েশন। মেসির ছোঁয়াতেই বদলে যাবে যুক্তরাষ্ট্রের ফুটবল, এমনটাই মনে করেন কনকাকাফ সভাপতি ভিক্টর মোন্টাগ্লিনি।

ভিক্টর মোন্টাগ্লিনি বলে, ‘সবাই আমাদের অঞ্চলকে ফুটবলের ভবিষ্যৎ হিসেবে দেখছে। তবে, আমাদের লিগের মান, বা ক্লাবগুলোর অবস্থানের থেকেও বর্তমানে মেসিকে নিয়ে আমরা বিশ্বে আলোচিত। এটা মাত্র শুরু। এছাড়া লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেয়া একটা দারুণ ব্যাপার। সে শুধু বিশ্বসেরা ফুটবলারই নন। তিনি ফুটবলের দূত। এটা আমাদের লিগের মান অনেক বাড়িয়ে দিবে। আপনি দেখেছেন তাকে দেখার জন্যই কি পরিমাণ টিকিট বিক্রি হয়েছে। ছাদে উঠে খেলা দেখার জন্যও মানুষ টিকিট নিচ্ছে।’

মেসির সঙ্গে ২ বছর ৬ মাসের চুক্তি করেছে ইন্টার মিয়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে ২০২৫ সাল পর্যন্ত থাকবেন লিও। আগামী ২১ আগস্ট এলএমএসের জার্সিতে অভিষেক হতে পারে আর্জেন্টাইন সুপারস্টারের।

সর্বশেষ খবর