Homeখেলামেসির খোলামেলা চলাফেরা নিয়ে সমর্থকদের শঙ্কা

মেসির খোলামেলা চলাফেরা নিয়ে সমর্থকদের শঙ্কা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লিওনেল মেসির অবাধ চলাফেরায় তার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন আলবিসেলেস্তে সমর্থকদের অনেকেই। তাদের আশঙ্কা, বিশ্বের দ্বিতীয় ধনাঢ্য অ্যাথলেট হওয়ায় দুষ্কৃতিকারী কর্তৃক যে কোনো সময় অপহৃতও হতে পারেন মেসি। মেসির অবাধ চলাফেরা বন্ধ করে দ্রুত নিরাপত্তারক্ষী নিয়োগের বিষয়ে বলেছেন তারা।

লিওনেল মেসির নিরাপত্তা নিয়ে বিশ্ব জুড়ে সংশয় রয়েছে। বিশ্বসেরা হলেও আর দশটা সাধারণ মানুষের মত তিনিও রক্ত মাংসের মানুষ। তারও আবেগ-অনুভূতি কাজ করে অন্য সবার মতোই। গদবাঁধা জীবনের বাইরে গিয়ে তারও হয়তো ইচ্ছে করে মুক্ত বিহঙ্গ হয়ে ঘুরে বেড়াতে। সেজন্যই ফ্লোরিডায় পা রেখে সাধারণের মতো কেনাকাটায় ব্যস্ত লিও!

শুধু শপিং নয়, ফোর্ট লাউডারডেলে তাকে ঘুরতে দেখা গেছে একবারেই সাদামাটা ভাবে। বিশ্বসেরাকে কাছে পেয়ে ভক্তরা করেছেন আবদার। যার সবই মিটিয়েছে আর্জেন্টাইন সুপারস্টার। তার এই অবাধ বিচরণ নিয়েই তৈরি হয়েছে সমস্যা। ঠিক যেমন আকাশের চাঁদ মর্ত্যে নেমে এলে তা পাবার আকাঙ্ক্ষা জাগে সবার হৃদয়ে।

ফোর্বস প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী এই মহুর্তে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী অ্যাথলেট মেসি। তার অর্জিত সম্পদ পাহাড়সম। এটিই হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় বিপদের কারণ। আর্জেন্টাইনদের অনেকেই শঙ্কা প্রকাশ করছেন, এই সম্পদের লোভেই দুষ্কৃতিকারীরা অপহরণও করতে পারেন আর্জেন্টাইন মহাতারকাকে।

লিওনেল মেসির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা অবশ্য অমূলক কিছু নয়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে যে হারে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে তা সত্যিই উদ্বেগের। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে ২০২৩ সালের ১১ জুলাই পর্যন্ত শুধুমাত্র ফ্লোরিডাতেই বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটেছে ১৮টি। এ ধরনের অপরাধমূলক কার্যক্রম যা পুরো আমেরিকার মধ্যে ১২ শতাংশ।

ফ্লোরিডাতে কেউ চাইলেই গোপনে অস্ত্র বহন করতে পারেন। যার ফলে মরাত্মক শঙ্কার মুখে মেসির অবাধ চলাফেরার বিষয়টি। এমন পরিস্থিতিতে পরিবারসহ লিওর চলাফেরায় আরও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছাড়া বাইরে বের না হওয়ার কথাও বলছেন অনেকেই।

মেজর লিগ সকার টুর্নামেন্টের ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লেখানোয় পরিবারসহ এখন ফ্লোরিডায় অবস্থান করছেন মেসি। ইতোমধ্যে ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টায় লিগ কাপে মিয়ামির হয়ে মাঠে নামতে পারেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

সর্বশেষ খবর