মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি।।
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে (২৪-৩০ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন সম্পর্কিত জেলা কমিটির আয়োজনে ১৬ জুলাই (রোববার) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরএ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা মো: আশরাফ উদ্দিন রুমী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, জাতীয় মৎস্যজীবী জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সভায় জানানো হয় সপ্তাহব্যাপি মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন পেশার লোকজনের নিয়ে মৎস্য সেক্টরের অগ্রগতি ও সাফল্য নিয়ে অবহিতকরণ সভা, উদ্বোধনী অনুষ্ঠান, মাছের পোনা অবমুুক্ত, মৎস্যচাষীদের সংবর্ধনা ও সম্মাননাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। কমিটির সকলকে মৎস্য সপ্তাহের সকল অনুষ্ঠান সফল ও সার্থক করতে সকলের সহযোগীতা কামনা করা হয়।