মোঃ এরশাদ হোসেন রনি, মোংলা।।
“নিজের বাড়ির আঙিনা নিজে পরিস্কার রাখুন, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন” স্লোগানে মোংলায় ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন ও বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ জুলাই) সকাল ১১টায় মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে মোংলা পৌর মার্কেট চত্ত্বরে কর্মসূচির উদ্বোধন করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।
এ সময় মোংলা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, সারাবছরই পৌর এলাকায় মশার ওষুধ ছিঁটানো হয়। এখন যেহেতু সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তাই আমরা মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের এ বিষয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে।
মেয়র ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির উঠান, আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান।
এ সময় পৌর কাউন্সিলর হুমাউন হামিদ নাসির, মোঃ বাহাদুর মিয়া,শিউলি আকন, জোহরা বেগম, পৌর কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মশক নিধন কর্মসূচি উপলক্ষে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এর আগে মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান’র নেতৃত্বে একটি র্যালী পৌর মার্কেট চত্তর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।