মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মশার কয়েলের আগুনে গোয়ালঘরে থাকা তিনটি গরু-দুইটি ছাগল মৃত্যু হয়েছে।অগ্নিদগ্ধ আরও একটি গরু আশঙ্কা জনক অবস্থায় আছে।
রবিবার (১৬ জুলাই ) ভোর রাতে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মোতলেব মিয়ার বাড়িতে মশার কয়েক থেকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন এলাকাবাসী নিয়ন্ত্রণে আনে। গোয়াল ঘরে থাকা তিনটি গরু, দুইটি ছাগল, পুড়ে মারা গেছে,এছাড়াও অগ্নিদগ্ধ আরো একটি গরু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ সময় গোয়াল ঘরের পাশে থাকা একটি ঘরে আগুনে ক্ষতি গ্রস্থ হয়েছে ।
তিনি আরও বলেন, গোয়াল ঘরের মশার কয়েল থেকে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
ভ্যান চালক মোতালেব মিয়া বলেন, ভ্যান চালিয়ে সংসার চালাই ও পাশাপাশি কয়েকটি গরু ও ছাগল পালন করতাম। এখন আমার একসাথে তিনটি গরু ও দুইটি ছাগল আগুনে পুড়ে মারা যাওয়ায় অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।