ফেনীর সোনাগাজীতে বসতঘরে বোমা বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই আসামিকে আহত অবস্থায় গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আড়কাইম গ্রামের ছমদ আলী ভূঞা বাড়ির রুহুল আমিনের ঘরের একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় ঘরের মালিকের ছেলের বন্ধু নোমানের হাতের কবজি উড়ে যায় ও মালিকের ছেলে আজিজ সামান্য আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক নোমানকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ও পরে পুলিশ পাহারায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে পালিয়ে যাওয়ার সময় দাগনভূঞা উপজেলার ফাজিলের ঘাট এলাকা থেকে গত শুক্রবার রাতে পুলিশ আজিজকে গ্রেফতার করেছে।
শনিবার দুপুরে ফেনীর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার আড়কাইম গ্রামের ছমদ আলী ভূঞা বাড়ির রুহুল আমিনের ঘরের একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এঘটনায় ঘরের মালিকের ছেলে আবদুল আজিজ (২১) সামান্য আহত হলেও তার বন্ধু পাশ্ববর্তী সমপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নোমানের হাতের একটি কবজি উড়ে যায়। পুলিশের ধারনা ওই সময়ে তারা ওই কক্ষে বোমা জাতীয় কিছু তৈরি করছিলেন অথবা কুঁড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটতে পারে। এঘটনার আসামী আব্দুল আজিজ স্থানীয় একটি মাদরাসার আলিম ২য় বর্ষের ছাত্র ও নোমান এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী। আজিজকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। নোমান ঢাকার পঙ্গু হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে।