Homeখেলাআগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে বার্সেলোনা: লাপোর্তা

আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে বার্সেলোনা: লাপোর্তা

রিয়াল মাদ্রিদ থেকে এগিয়ে আছে বার্সেলোনা। এমন মন্তব্য করেছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। আগামী মৌসুমে শুধু লা লিগা নয়, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতবে বার্সা। এমনটাই আশা করছেন ক্লাবটির সভাপতি। এদিকে রিয়াল মাদ্রিদকে বিশ্বের সেরা দল মনে করেন ”তুর্কি মেসি” খ্যাত রিয়াল মাদ্রিদের তরুণ ফুটবলার আর্দা গুলার।

রিয়াল মাদ্রিদ এই ক্লাবের নামটির সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস এবং ঐতিহ্য। আছে গৌরবময় অধ্যায়। বছর বছর ধরে সবচেয়ে দামি ক্লাব হিসেবে তালিকার প্রথমে ছিল ক্লাবটি। আনচেলিত্তের হাত ধরে অনেক ম্যাচে জয় পেয়েছে লস ব্ল্যাঙ্কোস। তবে গেল মৌসুমটা ভালো কাটায়নি মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কাছে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে পরে ক্লাবটি।

নতুন মৌসুমের কথা মাথায় রেখে, তরুণ ফুটবলার আর্দা গুলারকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। যাকে নিয়ে ফুটবল বিশ্ব তৈরি হয়েছে আগ্রহ। দূর্দান্ত ড্রিবলিং দক্ষতা আছে ১৮ বছর বয়সী এই এটাকিং মিডফিল্ডারের। শুধু তাই নয় খেলতে পারেন আক্রমনভাগের বিভিন্ন পজিশনে। সেই কারণে এরই মধ্যে ”তুর্কি মেসির” খেতাব পেয়েছে এই তরুণ ফুটবলার।

রিয়াল মাদ্রিদকে বিশ্বের অন্যতম সেরা ক্লাব মনে করেন আর্দা গুলার। শুধু তাই নয় এখানে খেলেই নিজেকে একজন কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান ১৮ বছর বয়সী এই তরুণ ফুটবলার।

আর্দা গুলার বলেন, ‘আমি সব কিছুর জন্য ক্লাবকে ধন্যবাদ জানাই। আমি এখানে খুবই ভালো আছি। বিশ্বের অনেক ক্লাব আমাকে তাদের দলে নিতে চেয়েছিল। তবে রিয়াল মাদ্রিদ যখন আমাকে প্রস্তাব দিয়েছিল,তখন আমি কোথায় যাব সে ব্যাপারে নিশ্চিত হয়েছিলাম। কারণ রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা ক্লাব। আমি এই ক্লাবের ইতিহাসের অংশ হতে চাই। আমি দেখেছি যখন আমার মত মাত্র ১৮ বছর বয়সে রদ্রিগো, ভিনি, ফেদরিকোরা মাদ্রিদে এসেছে, এখন তারা বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।’

এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে এগিয়ে বার্সেলোনা। এমন মন্তব্য করেছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। সব দিক থেকেই নিজের দলকে শক্তিশালী মনে করেন লাপোর্তা।

তিনি বলেন, ‘মাদ্রিদ থেকে আমরা ভালো দল। ব্যাক্তিগতভাবে আমি মনে করি আমরা তাদের তুলনায় অনেক শক্তিশালী। চিরপ্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের কিছু পার্থক্য রয়েছে। যেভাবে আমাদের দল গড়ে উঠেছে তাতে একজন ক্লাব সদস্য হিসেবে আমি আশাবাদী। আশা করছি, আগামী মৌসুমে শুধুমাত্র লা লিগা নয়, চ্যাম্পিয়ন্স লিগ জিতবে বার্সেলোনা।’

এরই মধ্যে ইলকাই গুনদোয়ানকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। অন্যদিকে স্কোয়াড ভারী করার দৌড়ে জুড বেলিংহ্যাম, জোসেলু, ফ্রান গার্সিয়া ও আরদা গুলারকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

সর্বশেষ খবর