Homeআন্তর্জাতিকবেলারুশে পৌঁছেছে ওয়াগনার বাহিনী, নিশ্চিত করল ইউক্রেন

বেলারুশে পৌঁছেছে ওয়াগনার বাহিনী, নিশ্চিত করল ইউক্রেন

বেবেলারুশে পৌঁছেছে রাশিয়ায় সদ্য বিদ্রোহ ক্ষান্ত দেওয়া ওয়াগনার বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের সীমান্তরক্ষাকারী বাহিনী।

ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, তারা বোঝার চেষ্টা করছে কতো পরিমাণ ওয়াগনার সদস্য বেলারুশে গেছে, তারা কোথায় অবস্থান করছে এবং তাদের উদ্দেশ্য কী।

একটি অনিশ্চিত সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, ওয়াগনারের ৬০টি গাড়ি শনিবার সকালে সীমান্ত দিয়ে বেলারুশে প্রবেশ করেছে।

গত মাসের শেষ দিকে পুতিন প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এই প্রাইভেট বাহিনীটি। পরে বেলারুশের মধ্যস্থতায় সমঝোতায় পৌঁছায় ওয়াগনার ও পুতিন প্রশাসন।

চুক্তির আওতায় ওয়াগনার বাহিনী জানায়, হয় তারা রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীতে যোগদান করবে অথবা বেলারুশে চলে যাবে।

সূত্র: বিবিসি

Exit mobile version