Homeজেলাএকটু ভদ্র ব্যবহার করলেই জনগণ নৌকায় ভোট দেবে : আইনমন্ত্রী

একটু ভদ্র ব্যবহার করলেই জনগণ নৌকায় ভোট দেবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সব ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। নিজের টাকায় পদ্মা সেতু হয়েছে। এখন শুধু জনগণের কাছে ভোট চাইতে হবে।
একটু ভদ্র ব্যবহার করলেই জনগণ নৌকায় ভোট দেবে।’

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ধিত সভায় মন্ত্রী আরো বলেন, ‘বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত মিলে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চেয়েছিল। এখন নির্বাচনের সময়। নির্বাচনের আগে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে।’

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়াকে এক টাকায় জমি ও এক টাকায় অট্টালিকা দিয়েছেন এরশাদ। এ সময় কিন্তু কারো মতামত নেওয়া হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো কাজ করতে জনগণের মতামত নেন। কভিডের সময় সবার আগে বাংলাদেশের জনগণের জন্য টিকার ব্যবস্থা করেছেন।’

এদিকে যারা সংবিধান মানে না তাদের বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি নেতারা অনেক কিছুই বলবে। আমরা সংবিধান মেনে চলি। সংবিধান অনুযায়ী হবে নির্বাচন। আর যারা সংবিধান মানে না তারা বাংলাদেশি নাগরিক দাবি করা আমার মনে হয় ঠিক না।’

সর্বশেষ খবর