কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘গামছা মার্কার জন্ম হয়েছে বাসাইল-সখীপুর থেকে, নৌকা মার্কা হলো ফরিদপুরের, ধানের র্শীষ মার্কা হলো বগুড়ার। এই গামছা মার্কাটা যদি আপনারা শক্ত করে ধরেন তাহলে সমগ্র টাঙ্গাইলের মার্কা হবে গামছা।’
শক্রবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের চাকদহ গ্রামে গামছা মার্কার এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বৃহস্পতিবার রাতে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নে তার সহোদর ভাগিনা রনি আহমেদের জন্য নৌকা মার্কায় ভোট চাওয়ার ঘটনায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন ‘ নির্বাচনী তফসিল ঘোষণা করলে কোনো এমপি সেই এলাকায় যাওয়ার ক্ষমতা রাখেন না, এটা আইনে নাই। কিন্তু আমি শুনেছি এখানকার এমপি সাহেব তার ভাগিনার জন্য এই ইউনিয়নের কামালিয়া চালায় ভোট চেয়েছেন। তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। ভদ্রলোক কেন এমন করলেন, তার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? নাকি এমপি হয়ে বেতাল হয়ে গেছে?’
কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিধূ ভূষণ সরকারের পক্ষে ভোট চাইতে গিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, ‘আগামী ১৭ জুলাই আপনারা আপনাদের নিজেদের মার্কায় ভোট দিয়ে নিজেদের সম্মানিত করবেন, আমার বিধূকে সম্মানিত করবেন। মনে রাখবেন এবার ভোট কেন্দ্রে কেউ কাউকে জোরজবরদস্ত করতে পারবে না।’
এ পথ সভায় আরও বক্তব্য করেন, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতিক, চেয়ারম্যান প্রার্থী বিধূ ভূষণ সরকার, সখীপুর পৌর সভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, আব্দুস সবুর খান প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৭ জুলাই সোমবার সখীপুরের চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।