মিঠুন গোস্বামী, রাজবাড়ী।।
রাজবাড়ীর কালুখালী উপজেলার পাশ দিয়ে প্রবাহিত পদ্মাতে অভিযান চালিয়ে অবৈধ চায়না দোয়ারি কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা সহ এক ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী পদ্মা নদীর কোলের সুইচগেট এলাকায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বক্কার সিদ্দিকী জানান, যৌথ অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল চায়না দুয়ারী জব্দ করা হয়।যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। এসময় সাহেব আলী নামের এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়।
পরে আটককৃত অবৈধ চায়না দুয়ারী কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ্ মো: সজীব এর উপস্থিতিতে পদ্মা পারে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ্ মো: সজিব বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।