ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে লিওনেল মেসি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে। এদিকে জাতীয় দলে এখনও খেলে যাচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক। আর কতদিন ফুটবল খেলবেন মেসি, এমন প্রশ্ন জাগতেই পারে। তার উত্তরটা মেসিই দিয়েছেন।
ইতিহাসের সবচেয়ে সুসজ্জিত খেলোয়াড় লিওনেল মেসি। বার্সেলোনা ও পিএসজির অধ্যায় শেষ করে এবার পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে সাবেক ইংলিশ তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামের দল ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন।
ক্লাবটির হয়ে অভিষেকের আগে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সময়ের সেরা ফুটবলারদের একজন মেসি। তার মধ্যে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টেলিভিশন পাবলিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেখানে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
গত মাসেই ৩৬ বছরে পা দিয়েছেন মেসি। আর কতদিন ফুটবল খেলে যাবেন সময়ের সেরা ফুটবলারদের একজন, আর কবে অবসর নিবেন তিনি এমন প্রশ্ন করা হলে মেসি বলেন, ‘আমি এখনও জানি না কবে। আমার মনে হয়, যখন সময় আসবে তখনই। সবকিছু জয়ের পর এখন আমি ফুটবল উপভোগ করতে চাই। অবসরের সেরা সময় কখন সেটা ঈশ্বর সিদ্ধান্ত নেবেন। তবে আমার বয়সের কারণে যৌক্তিকভাবেই এটা খুব বেশি দেরি নেই। কবে অবসর নেব সুনির্দিষ্ট করে জানি না।’
এদিকে মিয়ামিতে যোগ দেয়ার বিষয়ে মেসি বলেন, ‘আমি যা করেছি, তাতে খুশি আছি। আমার সিদ্ধান্ত আমাকে শক্তি জোগায়। নতুন ক্লাব, নতুন পরিবেশ। সব মিলিয়ে আমি খুব উৎসাহ নিয়ে অপেক্ষা করছি।’
মেসি আরও বলেছেন, ‘আমি নতুন ক্লাবে নিজের সর্বোচ্চ পারফর্ম করার চেষ্টা করব। যখনই সুযোগ পাব, সেখানে আমার জন্যই আমি সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব। এ বিষয়ে আমার মানসিকতা এবং সিদ্ধান্ত কখনোই বদলাবে না। আমি চেষ্টা করব নিজেকে ধরে রাখতে।’
আর্জেন্টিনার জার্সিতে একসময় বেশ কঠিন সময় কাটিয়েছেন মেসি। দলকে একটি শিরোপা এনে না দিতে পারায় সমালোচনার মুখে পরতে হয়েছে তাকে। তবে ২০২১ সালের কোপা আমেরিকা, কোপা ফিনালেসিমা ও ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতিয়ে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে পূর্বের দুঃসময়ের কথাও জানান মেসি।