পিএসজি থেকে ইন্টার মিয়ামিতে যাওয়ার আগে বার্সেলোনায় যাওয়ার ব্যাপারে লিওনেল মেসি সম্মতিতে পৌঁছেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে মেসির বাবা জর্জ মেসি বার্সেলোনা টিম ম্যানেজমেন্টকে নাকি জানান, তার ছেলে নতুন ঠিকানায় যাচ্ছেন। গণমাধ্যমে এসব কথা বলেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা।
লিওনেল মেসি অনেক আগেই চেয়েছিলেন শৈশবের ক্লাব বার্সেলোনায় ক্যারিয়ারের ইতি টানতে। কিন্তু সব সময় যে চাওয়ার মতো পাওয়া হয় না, সেটারই যেন প্রমাণ মিলল মেসির বেলায়। কাতালান ক্লাবটির সঙ্গে সম্পর্কে তিক্ততা শুরু হলে তিনি পাড়ি জমান পিএসজিতে। সেখান থেকে গেলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে।
আবার বার্সেলোনায় যাওয়ার ব্যাপারে বার্সার সঙ্গে সম্মত হয়েছিলেন মেসি। এ ব্যাপারে লাপোর্তা বলেন, ‘আমরা সম্মতিতে পৌঁছেছিলাম। কিন্তু সব কিছুরই সময় আছে, ভিন্ন কিছুও ঘটতে পারে।’
লাপোর্তা যোগ করেন, ‘চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছিল। লা লিগাও মেসিকে কেনার ব্যাপারে আমাদের অনুমতি দিয়েছিল। কিন্তু মেসির বাবা বললেন, তার ছেলে প্যারিসে দুটো কঠিন বছর পার করেছে। তাই এখন চাপ নেই এমন কোনো লিগে খেলতে চায়।’
এ বছরের ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় মেসির। এরপর যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লেখান তিনি। তার আগে গুঞ্জন উঠেছিল, মেসি যোগ দিতে পারেন শৈশবের ক্লাব বার্সেলোনায়। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।