বিএনপি জনগণের জন্য আন্দোলন করে না, বিদেশিদের দেখানোর জন্যই তারা বুধবার পল্টনে কর্মসূচি ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (১১ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন,
জনগণের কাছে নয়, বিদেশিদের কাছে তাদের শক্তি প্রদর্শনের জন্যই এ সমাবেশ তাদের। তবে তাদের এ সমাবেশ কর্মসূচি বিশেষ কোনো গুরুত্ব বহন করে না।
কাউকেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়েই সবকিছু মোকাবিলা করা হবে জানিয়ে ড. হাছান বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ বিএনপিকে দেয়া হবে না। আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে, মাঠে থাকবে।
তিনি বলেন, যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানই ভালো ছিল বলে মন্তব্য করেন, সেই দল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে কতটা বিশ্বাস করে, সে প্রশ্ন থেকে যায়।
মন্ত্রী বলেন,
মির্জা ফখরুল ইসলাম আলমগীর কবে কোথায় মুক্তিযুদ্ধ করেছেন? তিনি তো তার বাবাসহ মুক্তিযুদ্ধের পরে পলাতক ছিলেন।