বিদ্রোহ স্থগিত করার পাঁচ দিন পর (২৯ জুন) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেছিলেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। সোমবার এ কথা জানিয়েছে ক্রেমলিন।
রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন প্রিগোজিনসহ ৩৫ জ্যেষ্ঠ ওয়াগনার কমান্ডারকে ক্রেমলিনের আমন্ত্রণে জানিয়েছিলেন। তাদের সাথে পুতিন তিন ঘণ্টার বৈঠক করেন।
পেসকভ জানিয়েছেন, বৈঠকে রাশিয়া ও দেশটির প্রেসিডেন্টের প্রতি অনুগত থাকার বিষয়ে পুতিনকে প্রতিশ্রুতি দিয়েছেন প্রিগোজিন।
পেসকভ বলেছেন, ২৪ জুন কী ঘটেছিল সে বিষয়ে কমান্ডাররা তাদের ব্যাখ্যা তুলে ধরেছেন। তারা রাষ্ট্রপ্রধানের সমর্থন করবেন বলেও গুরুত্বের সাথে জানিয়েছেন। এছাড়াও তারা দেশের জন্য লড়াই চালিয়ে যেতে প্রস্তুত বলেও জানিয়েছেন।
তবে প্রিগোজিন বর্তমানে কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য দেননি পেসকভ। ওয়াগনার বিদ্রোহের পর থেকেই প্রিগোজিনকে আর প্রকাশ্যে কোথাও দেখা যায়নি।
সূত্র: গার্ডিয়ান