আফগানিস্তানের কাছে ১৪২ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আজ রবিবার বাংলাদেশ নারী দলও ভারতের মেয়েদের কাছে হেরেছে বড় ব্যবধানে। আর এসব ঘটনায় মন ভালো নেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।
মেয়েদের ম্যাচটি দেখতেই মিরপুরে গিয়েছিলেন বিসিবি সভাপতি পাপন। স্বাভাবিকভাবে বিসিবি সভাপতি বর্তমানে স্বস্তিতে নেই। তামিম ইকবালের অবসরের পর আফগানদের কাছে ওয়ানডেতে টানা দুই হার।
আর এ বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে পাপন বলেছেন, ‘মন তো খারাপ হবেই। এটা সবারই হয়। সারা দেশের মানুষেরই মন খারাপ। মেয়েদের খেলায় আমি একেবারে হতাশ না।’ এ সময় ছেলেদের ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘ওটা ঠিক হবে। অবশ্যই ঠিক হবে। ’
নারীদের ম্যাচ সম্পর্কে পাপন বলেছেন, ‘আজকে প্রথম তো (মিরপুরে মেয়েদের ম্যাচ)। ওদের সঙ্গে যখন আমাদের দেখা হয়েছিল, ওরা বলেছিল মিরপুরে আমাদের হোম অব ক্রিকেটে কোনো ম্যাচ খেলেনি। ওদের একটা খুব শখ ছিল। আমি বলেছি ঠিক আছে, পরেরবারই হবে। ভারত নারী দল অনেক শক্তিশালী। সেরা তিন দলের একটি আমার ধারণা। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অনেক শক্তিশালী। তারপরও ভালো খেলেছে, ভালো খেলবে ইনশাআল্লাহ। আমরা তো ওই পরিমাণ সুযোগ-সুবিধা ওদের দিতে পারি না। ওরা যেরকম পায়। ওদের সম্ভাবনা খুবই ভালো। ’