Homeখেলাধোনির মোট সম্পত্তির মূল্য ১০৪০ কোটি রুপি, কোহলির কত?

ধোনির মোট সম্পত্তির মূল্য ১০৪০ কোটি রুপি, কোহলির কত?

আইপিএলে সক্রিয় হলেও বেশ কয়েক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে সেটা তার মোট সম্পত্তিতে কোন প্রভাব ফেলেনি। বিরাট কোহলি এখনও ক্রিকেট খেলছেন, তবে তার মোট সম্পত্তির মূল্যের কাছাকাছিই ধোনির সম্পত্তির মূল্য।

সম্প্রতি ভারতের সবচেয়ে বড় সামাজিক বিনিয়োগ প্লাটফর্ম ‘স্টক গ্রো’ ধোনির মোট সম্পত্তির মূল্য প্রকাশ করেছে। আইপিএলে তিনি চেন্নাই সুপার কিংসের কাছ থেকে বছরে পান ১২ কোটি রুপি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিপণন করার জন্যে এক থেকে দুই কোটি রুপি নেন তিনি। নিজে তিনটি সংস্থার মালিক। তিন সংস্থার মধ্যে ‘ধোনি এন্টারটেনমেন্ট’ নামে একটি প্রযোজনা সংস্থা রয়েছে তার। এছাড়া ‘মাহি রেসিডেন্সি’ নামে একটি হোটেল আছে; বেঙ্গালুরুতে রয়েছে ‘এমএস ধোনি গ্লোবাল স্কুল’; আর রিয়েল এস্টেটেও বিনিয়োগ রয়েছে তার।

দেরাদুনে ১৭.৮ কোটি রুপির একটি বাড়ি রয়েছে; রাচিতে বিরাট একটি খামারবাড়িও আছে মাহির। প্রতিবেদন বরাতে জানা গেছে, ধোনি ২০টিরও বেশি সংস্থার হয়ে বিজ্ঞাপন করেন। প্রতিটি সংস্থা থেকে চার থেকে ছয় কোটি রুপি পান তিনি। চেন্নাই এফসিসহ কয়েকটি দলে তার বিনিয়োগ রয়েছে। এছাড়া কিছু বাইক এবং গাড়িও আছে তার নামে।

সব মিলিয়ে ধোনির মোট সম্পত্তির মূল্য এক হাজার ৪০ কোটি রুপি। মোট সম্পত্তির মূল্যের হিসাবে কোহলির চেয়ে কিছুটা পিছিয়েই আছেন তিনি। কোহলির মোট সম্পত্তির মূল্য এক হাজার ৫০ কোটি রুপি।

কোহলি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিপুল অর্থ পেয়ে থাকেন। শুধু ইনস্টাগ্রামেই তার অনুসারী ২৫২ মিলিয়ন। জাতীয় দলের কাছ থেকে তিনি পান ৭ লাখ রুপি। কোহলির টেস্টে ১৫ লাখ, ওয়ানডেতে ৬ লাখ ও টি-টোয়েন্টিতে ম্যাচ ফি ৩ লাখ। আইপিএল খেলে তিনি পান ১৫ কোটি রুপি।

সর্বশেষ খবর