শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দুই চিকিৎসককে গ্রেফতারসহ, দেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে এবার মাঠে নেমেছে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)।
রোববার (৯ জুলাই) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন করেন তারা।
প্রতিবাদ কর্মসূচিতে ড. মিলি, মুনা ও শাহজাদীর নি:শর্ত মুক্তির দাবি করা হয়।
এ সময় চিকিৎসকরা বলেন, অভিযোগের ভিত্তিতে চিকিৎসক নিগ্রহ মেনে নেয়া যায় না। অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই তাদের আটক ও গ্রেফতার করার বিষয়টিও অত্যন্ত নিন্দনীয়।
এমন অবস্থা চলতে থাকলে চিকিৎসা সেবা ব্যাহত হয়ে দুর্ঘটনা বেড়ে যাওয়ার শঙ্কা জানান তারা।
এর আগে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেফতার করা হয়।