Homeখেলাবার্সার কাছে এখনও বকেয়া বেতন পান মেসি

বার্সার কাছে এখনও বকেয়া বেতন পান মেসি

বার্সেলোনার কাছে এখনো ৫২ মিলিয়ন ইউরো বকেয়া বেতন পাওনা আছে লিওনেল মেসি। সেই বকেয়া বেতনের অর্থ এখন শোধ করছে বার্সেলোনা। ২০২৫ সাল পর্যন্ত শোধ করা হবে এই অর্থ। এক সাক্ষাৎকারে গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা।

বিচ্ছেদ হলেও এখনও বার্সেলোনার নাম আসলে চলে আসে লিওনেল মেসির কথা। বার্সেলোনায় নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলার। সাত বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফুটবলার ২০২১-২২ মৌসুমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন। ক্লাব ছাড়ার দিন নিজে কেঁদেছেন, ভক্তদেরকেও কাঁদিয়েছেন। মূলত ক্লাবের আর্থিক দৈন্যদশার কারণেই ইচ্ছার বিরুদ্ধে প্রিয় ক্লাবকে বিদায় জানান মেসি। শেষ অবধি ক্লাব বার্সেলোনা লিওকে বেতন দিতেও ব্যর্থ হয়েছিল।

কিছুদিন আগেই শোনা যাচ্ছিলো মেসি ফিরে যেতে পারেন ক্লাব বার্সেলোনায়। কিন্তু সেই গুঞ্জন কে উড়িয়ে দেন নিজেই। সাফ জানিয়ে দিয়েছিলেন, বার্সেলোনায় ফিরে যাওয়া নিয়ে এই মুহূর্তে কোন পরিকল্পনা করছেন না মেসি। এরপরের চিত্রটা সবারই জানা, মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা ফুটবলার। এরই মধ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্যও।

বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা গণমাধ্যমে জানিয়েছেন, এখনো মেসির বকেয়া বেতনের অর্থ শোধ করছে বার্সা। ২০২৫ সাল অবধি এই অর্থ পরিশোধ করবে ক্লাবটি। ২০২১ সালে লিওনেল মেসি যখন বার্সা থেকে পিএসজিতে যোগ দেন তখন ঋণে জর্জরিত বার্সেলোনার কাছে ৫২ মিলিয়ন অর্থ পাওনা ছিল মেসির। ২০২২-২৩ মৌসুমে এই অর্থ পরিশোধের কথা থাকলেও এখনো তা পরিশোধ করতে পারেনি বার্সা।

গণমাধ্যমে লাপোর্তা মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক কথা বলেন। মিয়ামিতে যোগ দেওয়ার এক মাস আগে থেকেই এ বিষয়ে জানত বার্সেলোনা। তিনি আরও জানিয়েছেন, লিওনেল মেসি সৌদি আরব কিংবা বার্সেলোনায় যোগ দিচ্ছেন না, এটাও আগেই জানতো বার্সা।

মেসির প্রসঙ্গে লাপোর্তা বলেন, ‘আমরা মেসির বাবা হোর্হের সঙ্গে মেসির বিষয়ে কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, লিও প্যারিসে খুব কঠিন সময় পার করছে এবং চাপমুক্ত থাকতে চায়। বার্সাতে ফিরে আসলে সে একইভাবে চাপের সম্মুখীন হতো। সুতরাং আমরা তার সিদ্ধান্তকে মেনে নিয়েছি।’

সর্বশেষ খবর