মাঠে কিংবা মাঠের বাইরে, সবসময়ই আলোচনায় থাকেন ব্রাজিলিয়া তারকা ফুটবলার নেইমার। ইনজুরির কারণে বেশ দীর্ঘ সময় ধরেই মাঠের বাইরে রয়েছেন তিনি। তবে আলোচনায় রয়েই গেছেন তিনি। এবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পরিবেশ সুরক্ষা আইন ভাঙার দায়ে নেইমারকে গুনতে হচ্ছে ৩৩ লাখ ডলার জরিমানা যা বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি টাকার বেশি।
কদিন আগে সন্তানসম্ভবা প্রেমিকার বিশ্বাসভঙ্গ করে তোপের মুখে পড়েন নেইমার। তা নিয়েও এখনও আলোচনা চলছে। তার মধ্যে এবার আরেক বিতর্কে জড়ালেন ব্রাজিলের পোস্টার বয়।
ব্রাজিলের মানগারাতিবা শহর পরিষদ সচিবালয়ের অভিযোগ, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক নির্মাণ করেছেন নেইমার। ২০১৬ সালে সেখানে একটি বাড়ি কিনেছিলেন নেইমার। প্রয়োজনীয় সব সুবিধার পাশাপাশি ওইখানে রয়েছে একটি কৃত্রিম লেক। যা নিয়ম না মেনেই নির্মাণ করা হয়েছে।
মানগারাতিবা একটি পর্যটক আকর্ষণ শহর। রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান এই শহরের। এরই মধ্যে কর্তৃপক্ষ লেকটি ঘেরাও করে সব ধরনের কার্যকলাপ বন্ধ করে দিয়েছে।
মানগারাতিবা শহর পরিষদ সচিবালয় এক বিবৃতিতে বলেছে,
নেইমার অনুমোদন ছাড়া নদীর পানি দখলে নিয়েছেন, যা পানির গতিপথ পাল্টে দিয়েছে। শুধু তাই নয়, কৃত্রিম লেক নির্মাণ করতে গিয়ে পরিবেশের আরও ক্ষতি করেছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
পায়ের লিগামেন্টে ইনজুরিতে পরে গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে নেইমার। দলবদলের বাজারে এরই মধ্যে তাকে নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন।