প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু জেলাপর্যায় নয়, সংস্কৃতি চর্চাকে নিয়ে যেতে হবে তৃণমূল পর্যন্ত। নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। এ ছাড়া সংস্কৃতিমনস্ক মেধাবী জাতি গঠনেও কাজ করা হচ্ছে।
মঙ্গলবার (০৪ জুলাই) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শুধু জেলাপর্যায়ে নয়, একেবারে সাংস্কৃতিক চর্চার কেন্দ্র নিয়ে যেতে হবে তৃণমূল পর্যায়ে।
উদার মানসিকতা ও অসাম্প্রদায়িক চেতনা যাতে আরও বিকশিত হয় সেদিকে নজর রাখতে হবে বলেও জানান তিনি।
এ সময় একটি প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, নকশা করে দেয়ার পরও প্রকল্প নিতে কেন দেরি হলো এমন প্রশ্ন রাখেন।
তৃণমূল থেকে মেধাবীদের খুঁজে বের করে এনে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে কাজে লাগানোর কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংস্কৃতি চর্চায় প্রযুক্তিকে ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি বিকাশ ও উৎকর্ষ সাধনে যা যা করা দরকার, ভবিষ্যতেও করে যাবো। প্রযুক্তির যুগে ছেলেমেয়েদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, তাদের চিন্তাচেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কৃতিকে বিকশিত করতে হবে। যেন তারা বাঙালি সংস্কৃতি ভুলে না যায়।’
তিনি বলেন, ‘বাংলাদেশকে যেমন আর্থ-সামাজিভাবে উন্নত করছি, পাশাপাশি সংস্কৃতি চর্চা বা মেধা সংরক্ষণেও আমরা এগিয়ে যাবো। আন্তর্জাতিক বিশ্বেও যাতে আরো ভালোভাবে বিকশিত হতে পারে সে পদক্ষেপও আমরা নেব।’
বাংলাদেশ কপিরাইট ভবনের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।