ইউক্রেনের উত্তরাঞ্চলে সুমি শহরে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে দুজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।
খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৩ জুলাই) এ হামলা চালানো হয়।
স্থানীয় প্রশাসনের দাবি, একটি আবাসিক এলাকা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
সুমির আঞ্চলিক প্রশাসন টেলিগ্রাম বার্তায় বলেছে, শহরটিতে চারটি ড্রোন হামলা চালানো হয়েছে। এতে একটি অফিস ও দুটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে।
এদিকে, যুদ্ধক্ষেত্রগুলো দিন দিন ভয়াল আকার ধারণ করছে বলে স্বীকার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। রাশিয়া তার পূর্বাঞ্চলীয় দুটি যুদ্ধক্ষেত্রে ১ লাখ ৮০ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে। গত সপ্তাহে রুশ বাহিনীর কাছ থেকে উদ্ধার হওয়া ভূখণ্ড আবার হারাতে শুরু করেছে ইউক্রেন।
এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন তার যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সাত লাখ শিশুকে জোর করে অপহরণের যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। উল্টো বাচ্চাদের জীবন রক্ষা করতেই তাদেরকে রাশিয়ায় নিয়ে আসা হয়েছে বলে জানানো হয়।