নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁ জেলা গণমাধ্যম ফোরাম ট্রাস্টি বোর্ডের ঈদ পুনর্মিলনী ও মৃত সাংবাদিক পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।
৩ জুলাই (সোমবার) দুপুর ২ টায় নওগাঁ জেলা গণমাধ্যম ফোরাম ট্রাস্টি বোর্ডের আয়োজনে মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের চৌধুরী মার্কেটের ২য় তলায় বিজয় টিভির প্রতিনিধি কার্যালয়ে আয়োজন করা হয়। জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে মিলন মেলার পাশাপাশি মান্দা উপজেলার প্রয়াত ৩ (তিন) সাংবাদিক পরিবারকে ৫ পাঁচ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
দৈনিক ভোরের কাগজ/দৈনিক আজ ও আগামীকাল এর মান্দা উপজেলার প্রতিনিধি ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামের মৃত আব্দুস সাত্তার এর পক্ষে তার স্ত্রী নাদিয়া বেগম। দৈনিক ভোরের ডাক এর মান্দা প্রতিনিধি কালিকাপুর গ্রামের মৃত আক্তার হোসেন এর পক্ষে তার পিতা ছামেদ আলী নগদ অর্থ গ্রহণ করেন। এবং দৈনিক আমাদের রাজশাহীর মান্দা প্রতিনিধি সফাপুর বিনোদপুর গ্রামের মৃত হোসেন আলীর পরিবারিক সমস্যার কারণে উপস্থিত হতে না পারায় তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন ট্রাস্টি বোর্ড।
উক্ত অনুষ্ঠানে মান্দা উপজেলার সদস্য সচিব আব্দুল মজিদ সম্রাটের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরদার মেহেদী হাসান, চেয়ারম্যান নওগাঁ জেলা গণমাধ্যম ফোরাম ট্রাস্টি বোর্ড,সাদেকুল ইসলাম জেলা সদস্য সচিব, নওগাঁ জেলা গণমাধ্যম ফোরাম ট্রাষ্টি বোর্ড, ওয়াশিম রাজু, সদস্য সচিব মান্দা উপজেলা সহ নওগাঁর বিভিন্ন উপজেলার প্রিন্ট,অনলাইন ও টেলিভিশন এর সাংবাদিকরা উপস্থিত ছিলেন।